ছেঁড়া পাতারা
হাত ধরতে ভুলে যাওয়া একজনকে... 💔
রোদ পালানো বিকেল মানে এখন শুধুই ব্যস্ততা.
তাইতো হঠাত্ খুব অচেনা চেনাশোনা রাস্তাটা.
হাতের ওপর হাতের ছোঁয়া এখন শুধুই রূপকথা.
আড়াল পেলেই নিস্বতারা জড়িয়ে ধরে চুপকথা.
অপেক্ষারা গলির মোড়ে,কিংবা রাতের বালিশে.
আটকে গেছে লাল ঘুড়িটা মন খারাপের কার্নিসে..
কৃষ্ণচূড়া লালও হবে..হাসবে শিশির দূবঘাসে..
নিবিড় হয়ে শুধিয়ে নিস... "তবুও পাশে থাকবে সে?"
রোদ পালানো বিকেল মানে এখন শুধুই ব্যস্ততা.
তাইতো হঠাত্ খুব অচেনা চেনাশোনা রাস্তাটা.
হাতের ওপর হাতের ছোঁয়া এখন শুধুই রূপকথা.
আড়াল পেলেই নিস্বতারা জড়িয়ে ধরে চুপকথা.
অপেক্ষারা গলির মোড়ে,কিংবা রাতের বালিশে.
আটকে গেছে লাল ঘুড়িটা মন খারাপের কার্নিসে..
কৃষ্ণচূড়া লালও হবে..হাসবে শিশির দূবঘাসে..
নিবিড় হয়ে শুধিয়ে নিস... "তবুও পাশে থাকবে সে?"
Comments
Post a Comment