প্রেম vs বৌ
শনিবার ,কাজের চাপ কম..অফিসের জানলা ঘেসে দাঁড়ালো আলাপ..কাঁচ ঢাকা জানলার পর্দা ঠেলে জ্যামিতিক আকারের রোদের টুকরো এসে পড়ছে টাইলস এর মেঝেতে...স্যুট বুট টাই এ নিজেকে বেমানান লাগে আলাপের..মনটা আজও কর্পোরেট হতে পারলনা...শব্দটা হঠাতি পুরনো কথা মনে করালো..সেদিন মেঘলা বিকেলে গঙ্গার পাড়ে ময়ুরী বলেছিল-কর্পোরেট হ..তোর এইসব ভ্যাদা কবিতা নিয়ে থাকলে ঐ সারাজীবন মিলিনিয়ম পার্কে ঠোঁটে ঠোঁট রেখে গার্ডের বাঁশিই শুনতে হবে..তারপর অপেক্ষা করেনি ময়ুরী..কিন্তু জীবনের ধাক্কা কর্পোরেট করেছে আলাপকে..আজকের রোদ্দুরটা জয়ের রোদ..এক চিলতে হাসি আলাপের ঠোঁটে..কাল বইমেলায় আলাপের প্রথম উপন্যাস উদ্বোধন..বৌ এর আবদারে লেখা গল্পটা...প্রথম উতসর্গের পাতায় লেখা.. "আমার প্রিয় প্রাক্তন কে"
এটাও বৌ এর আবদারে..☺️
এটাও বৌ এর আবদারে..☺️
Comments
Post a Comment