গোপন আস্তানা
শীত রোদের একটা গন্ধ থাকে..যে গন্ধে কুয়াশার ওম সরিয়ে জেগে ওঠে আমার শহর..ঠিক যেমন তোর চুলের গন্ধ আমার শীতঘুমকে শিথিল করে...
ল্যাম্পপোস্টের একলা আলোয় কুয়াশা মিশে আমার শহরকে মায়াবী করে..ঠিক যেমন তোর রূপকথা মাখা চোখটাকে কাজল মায়াবী করে দেয়...
পড়ন্ত শীতেল রোদ্দুরটা পশ্চিম মুখো বাড়িগুলোকে ছুঁয়ে যায় আলকোচে..ঠিক যেমন বইমেলার স্টলে শ্রীজাত কিংবা অনুপমের ছলে কবিতার অন্তরালে তোর আঙুল ছুঁয়ে ফেলি..
এভাবেই শহর আর তুই মিশে তৈরী হয় আমার গোপন আস্তানা... <3
ল্যাম্পপোস্টের একলা আলোয় কুয়াশা মিশে আমার শহরকে মায়াবী করে..ঠিক যেমন তোর রূপকথা মাখা চোখটাকে কাজল মায়াবী করে দেয়...
পড়ন্ত শীতেল রোদ্দুরটা পশ্চিম মুখো বাড়িগুলোকে ছুঁয়ে যায় আলকোচে..ঠিক যেমন বইমেলার স্টলে শ্রীজাত কিংবা অনুপমের ছলে কবিতার অন্তরালে তোর আঙুল ছুঁয়ে ফেলি..
এভাবেই শহর আর তুই মিশে তৈরী হয় আমার গোপন আস্তানা... <3
Comments
Post a Comment