আরেকটা ছেঁড়া পাতা

আড়াল থাকা একজনকে... :)

কতদিন ভেবেছি
যদি জৈষ্ঠের দুপুরে পাঁচটাকার অরেন্জ আইসক্রীম কিনে দিয়ে নাই বলিস ভালোবাসি...
ভালোবেসে লাভ কী..?
যদি শ্রাবণের অন্ধকারে কাক ভিজে নাই বা বলিস ভালোবাসি...
ভালোবেসে লাভ কী..?
যদি শারদীয়া সকালে অন্জলির পর তোকেই না দেখি...
ভালোবেসে লাভ কী..?
যদি শীতের ভোরে লেপের ওমে জড়িয়ে থেকে নাই বলিস ভালোবাসি...
ভালোবেসে লাভ কী..?
যদি বসন্তে পাশাপাশি ভুট্টামাঠে নাই হাটি...
ভালোবেসে লাভ কী..?
যদি রাতের কার্নিশে কপাল জুড়ে চুমুই না আঁকিস...
ভালোবেসে লাভ কী..?
প্রতিবার খেলাঘর ভাঙে...
আমি ভাবি...
তোকেই যদি না পাই তবে ভালোবেসে লাভ কী..?

আবোল তাবোল ভেবেই চলি..
উত্তর নেই একটাও..
সাদা কালো দুপুরগুলোয়..
নীরব থাকে ফোনটাও...
অঙ্ক খাতার শেষের পাতায়
তোরই নামের আঁকিবুকি...
এফ.বি তে তোর প্রোফাইলটাতে এক কী দুবার উঁকি ঝুঁকি..
হঠাত্ করেই চোখ পড়ল ঘরের কোণের আড়ালটাতে..
তাকিয়ে দেখি সেই চেনা চোখ..
আজও আমার অপেক্ষাতে..
নীরব হল প্রশ্ন যত..
আয়নার গায়ে জলের দাগ...
বুঝতে পেলাম ভালোবেসে চুপ থাকায়ও অনেক লাভ...❤️

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর